পরিকল্পিত কর্মসূচির মাধ্যমেই শ্রমিক আন্দোলন শক্তিশালী হবে: এস এম লুৎফর রহমান

পরিকল্পিত ও বাস্তবায়নযোগ্য কর্মসূচির মাধ্যমেই শ্রমিক আন্দোলনকে শক্তিশালী ও সময়োপযোগী করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি বুধবার বিপিসি তেল সেক্টরের উদ্যোগে আয়োজিত বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক আন্দোলনকে কার্যকর করতে হলে বার্ষিক পরিকল্পনা শুধু প্রণয়ন করলেই চলবে না, তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও সেবামূলক কার্যক্রম জোরদারে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি জরুরি।
তিনি আরও বলেন, শ্রমিক নেতৃত্ব সৃষ্টি এবং আদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নজির হোসেন বলেন, বিপিসি তেল সেক্টরের শ্রমিকদের ঐক্য ও শৃঙ্খলাই এই সংগঠনের প্রধান শক্তি। বার্ষিক পরিকল্পনার আলোকে সমন্বিতভাবে কাজ করা গেলে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় আরও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে বিপিসি তেল সেক্টরের সভাপতি মোহাম্মদ আবু নাঈম সুজন বলেন, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বার্ষিক পরিকল্পনা সম্পর্কে দায়িত্বশীলদের স্পষ্ট ধারণা দেওয়া এবং বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় জোরদার করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেক্টরের সহ-সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক রিয়াদ আহসান রানা। তারা তাদের বক্তব্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ