গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের—বিশেষ করে নারী শ্রমিকদের—সম্ভ্রম ও মর্যাদা রক্ষায় কার্যকর আইন বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংগঠনের মহিলা বিভাগের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকরা হলেও কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা এখনো নানাভাবে হুমকির মুখে রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি রোকেয়া বেগম চৌধুরী।
এস এম লুৎফর রহমান বলেন, গার্মেন্টস শ্রমিকদের সম্ভ্রম রক্ষা কোনো অনুগ্রহের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক, নৈতিক ও মানবিক দায়িত্ব। কর্মস্থলে হয়রানি, অবমাননা ও নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি।
তিনি অভিযোগ করেন, অনেক কারখানায় নারী শ্রমিকরা মৌখিক ও মানসিক হয়রানির শিকার হলেও ভয়ের কারণে অভিযোগ জানাতে পারেন না। নিরাপদ অভিযোগ ব্যবস্থা ও দ্রুত বিচার নিশ্চিত না হলে শ্রমিকরা নীরবে নির্যাতন সহ্য করতে বাধ্য হয় বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিক নেতা এস এম লুৎফর রহমান বলেন, গার্মেন্টস খাতকে টেকসই ও মানবিক করতে হলে শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। যেখানে শ্রমিক নিরাপদ নয়, সেখানে উৎপাদনশীলতা ও শিল্পের সুনাম দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।
তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা, সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং ব্যবস্থাপনা পর্যায়ে শ্রমিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
বক্তব্যে তিনি আরো বলেন, গার্মেন্টস শ্রমিকদের সম্ভ্রম, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই একটি ন্যায়ভিত্তিক ও শ্রমবান্ধব শিল্প গড়ে তোলা সম্ভব, এ দাবিতে শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ।