গণতন্ত্র একটি রাষ্ট্রের মূলভিত্তি। কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। জনগণের ভোটাধিকারই হলো প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন।বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে নির্বাচন নিয়ে বিতর্ক হয়।
রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, ক্ষমতায় আসার একমাত্র বৈধ পথ হলো জনগণের ভোট। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
জনগণের আস্থা অর্জন করতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে নির্বাচন আয়োজন করলে দেশীয় ও বৈশ্বিক উভয় দিক থেকেই গণতন্ত্র শক্তিশালী হবে।