পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ক্রমবর্ধমান নগরায়ন ও বন উজাড়ের কারণে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হলো পরিবেশ ধ্বংস।
গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং বন্যা, খরা ও ভূমিধস প্রতিরোধেও সহায়তা করে।
তাই প্রতিটি মানুষের দায়িত্ব হলো বেশি করে গাছ লাগানো এবং পরিচর্যা করা। সরকার ও বিভিন্ন সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি নিলেও ব্যক্তিগত উদ্যোগ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়।
স্কুল, কলেজ ও গ্রামে বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে হবে। সামাজিকভাবে ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু হলে খুব সহজেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। মনে রাখতে হবে, সুস্থ জীবনযাপনের জন্য সবুজ পৃথিবী অপরিহার্য।