প্রত্যেক মানুষের জীবনেই ব্যর্থতা আসে। কিন্তু ব্যর্থতাকে ভয় না পেয়ে যদি আমরা অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করি, তাহলে সেটাই একসময় সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। ইতিহাসে যত বড় সফল মানুষ রয়েছেন, তাদের প্রত্যেকেই ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন।
অনেকেই ব্যর্থতার কারণে হাল ছেড়ে দেন। কিন্তু সঠিক মানসিকতা থাকলে ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার।
মনে রাখতে হবে, সাফল্য কোনো একদিনে আসে না। এটি আসে ধারাবাহিক চেষ্টা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই ব্যর্থতায় হতাশ হওয়ার বদলে এটিকে নতুন সূচনা হিসেবে গ্রহণ করা উচিত।