কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, বরং বর্তমান বিশ্বের অংশ। স্বাস্থ্যসেবা, ব্যবসা, শিক্ষা, কৃষি—প্রতিটি ক্ষেত্রেই এআই-এর ব্যবহার বাড়ছে। ডাক্তারদের চিকিৎসা নির্ণয়ে সহায়তা থেকে শুরু করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত এআই এখন এক শক্তিশালী হাতিয়ার।
বাংলাদেশেও এআই প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে। কৃষিক্ষেত্রে ফসলের রোগ শনাক্তকরণ, শিক্ষা ক্ষেত্রে স্মার্ট টিউটরিং সিস্টেম, এমনকি ব্যাংকিং সেক্টরে জালিয়াতি প্রতিরোধে এআই ব্যবহৃত হচ্ছে। তবে প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির সাথে সাথে চাকরির বাজারেও পরিবর্তন আসছে। অনেক কাজ অটোমেশনে চলে যাচ্ছে, আবার নতুন নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে।
তাই তরুণ প্রজন্মকে এখনই এআই এবং সংশ্লিষ্ট প্রযুক্তিতে দক্ষ হতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে।